৪৬৩

পরিচ্ছেদঃ ৪১. যে ব্যক্তি লোকদেরকে বিরক্ত করাকে অপছন্দ করেন

৪৬৩. আবু হিলাল বলেন, আমি হাসানকে বলতে শুনেছি: তাকে বলা হতো: লোকদের নিকট হাদীস বর্ণনা করো, যখন তারা মনোযোগ সহকারে তোমার নিকটে আসে। আর যখন তারা (এদিকে সেদিক) তাকাতে থাকে, তখন ‍বুঝে নেবে যে, তাদের (অপর) প্রয়োজন রয়েছে।[1]

بَابُ مَنْ كَرِهَ أَنْ يُمِلَّ النَّاسَ

أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا أَبُو هِلَالٍ، قَالَ: سَمِعْتُ الْحَسَنَ يَقُولُ: كَانَ يُقَالُ: حَدِّثِ الْقَوْمَ مَا أَقْبَلُوا عَلَيْكَ بِوُجُوهِهِمْ، فَإِذَا الْتَفَتُوا، فَاعْلَمْ أَنَّ لَهُمْ حَاجَاتٍ إسناده إلى الحسن حسن


হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ