৩৬০

পরিচ্ছেদঃ

৩৬০। হস্তগত করা ব্যতীত হিবা বৈধ হবে না।

মারফু হিসাবে হাদীসটির কোন ভিত্তি নেই।

এটি আব্দুর রাযযাক নাখ’ঈর কথা হতে বর্ণনা করেছেন; যেরূপভাবে যায়লাঈ "নাসবুর রায়া" গ্রন্থে (৪/১২১) উল্লেখ করেছেন।

হিবা হস্তগত করা শর্ত, হাদীসে এরূপ কোন দলীল নেই।

ইমাম বুখারী তার সহীহার মধ্যে অধ্যায় রচনা করেছেন, ’অনুপস্থিত হিবা জায়েষ হওয়ার বিষয়ে যিনি মতামত দিয়েছে তার অধ্যায় । দেখুন "ফাতহুল বারী" (৫/১৬০)।

لا تجوز الهبة إلا مقبوضة لا أصل له مرفوعا - وإنما رواه عبد الرزاق من قول النخعي، كما ذكره الزيلعي في " نصب الراية " (4 / 121) ، ولا دليل في السنة على اشتراط القبض في " الهبة " ومن أبواب البخاري في " صحيحه ": باب من رأى الهبة الغائبة جائزة، فانظر (5 / 160) من " فتح البارى


হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ