৩৭৬৯

পরিচ্ছেদঃ কবুল দু‘আ

(৩৭৬৯) আবূ দারদা কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুপস্থিত ভাইয়ের জন্য মুসলিমের দু’আ কবুল করা হয়। তার মাথার কাছে নিযুক্ত এক ফিরিশতা থাকেন। যখনই সে তার ভায়ের জন্য কোন মঙ্গলের দু’আ করে, তখনই উক্ত ফিরিশতা বলেন, ’আমীন, আর তোমার জন্যও অনুরূপ।

عَنْ أَبِى الدَّرْدَاءِ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ دَعْوَةُ الْمَرْءِ الْمُسْلِمِ لأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ مُسْتَجَابَةٌ عِنْدَ رَأْسِهِ مَلَكٌ مُوَكَّلٌ كُلَّمَا دَعَا لأَخِيهِ بِخَيْرٍ قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ آمِينَ وَلَكَ بِمِثْلٍ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবুদ দারদা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ