২৩৬৯

পরিচ্ছেদঃ সবচেয়ে নিকৃষ্ট লোক

(২৩৬৯) আমর বিন আবাসাহ সুলামী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উপরে উঠলেই কেবল শয়তান ও সবচেয়ে বেশি অবাধ্য আদম-সন্তান ছাড়া আল্লাহ আযযা অজাল্লার সৃষ্টির কোন কিছুই তাঁর তাসবীহ ও তাহমীদ পাঠ করতে অবশিষ্ট থাকে না। বর্ণনাকারী জিজ্ঞাসা করলেন, ’অবাধ্য আদম-সন্তান কারা?’ উত্তরে তিনি বললেন, আল্লাহ আযযা অজাল্লার সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি।

عَنْ عَمْرِو بْنِ عَبسَةَ السُّلَمِيِّ رَضِيَ اللهُ عَنْهُ : عَنْ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَنَّهُ قَالَ : مَا تَسْتَقِلُّ الشَّمْسُ فَيَبْقَى شَيْءٌ مِنْ خَلْقِ اللهِ عَزَّ وَجَلَّ إِلاَّ سَبَّحَ اللهَ عَزَّ وَجَلَّ وَحَمِدَهُ إِلاَّ مَا كَانَ مِنَ الشَّيَطِان وَأَعْتَى بَنِي آدَمَ فَسَأَلْتُ عَنْ أَعْتَى بَنِي آدَمَ فَقَالَ :’’شِرَارُ الْخَلْقِ أَوْ قَالَ : شِرَارُ خَلْقِ اللهِ عَزَّ وَجَلَّ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আমর ইবন আবাসা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ