২৩৭০

পরিচ্ছেদঃ সবচেয়ে নিকৃষ্ট লোক

(২৩৭০) একদা আলী ও আম্মার (রাযিয়াল্লাহু আনহুমা)-কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে দু’জন সবচেয়ে বড় হতভাগ্য লোকের কথা বলব না? সামূদ জাতির লালচে লোকটি, যে উটনী হত্যা করেছে। আর হে আলী! যে তোমাকে এই (মাথার সিঁথি)তে মারবে এবং (তার রক্তে তোমার) এই (দাড়ি) ভিজে যাবে।

عَنْ عَلِيٍّ وَعَمَّارٍ قَالَا قَالَ لَـهُمَا النَّبِيُّ ﷺ أَلَا أُحَدِّثُكُمَ بِأَشْقَى النَّاسِ رَجُلَيْنِ أُحَيْمِرُ ثَمُودَ الَّذِي عَقَرَ النَّاقَةَ، وَالَّذِي يَضْرِبُكَ يَا عَلِيُّ عَلَى هَذِهِ يَعْنِي قَرْنَهُ حَتّٰـى تُبَلَّ مِنْهُ هَذِهِ يَعْنِي لِحْيَتَهُ

عن علي وعمار قالا قال لهما النبي ﷺ الا احدثكم باشقى الناس رجلين احيمر ثمود الذي عقر الناقة والذي يضربك يا علي على هذه يعني قرنه حتى تبل منه هذه يعني لحيته

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২২/ নিষিদ্ধ কার্যাবলী