৬৬০

পরিচ্ছেদঃ সূরা ফাতিহার শেষে ‘আমীন’ বলার মাহাত্ম্য

(৬৬০) সামুরাহ বিন জুনদুব (রাঃ) কর্তৃক বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম ’গাইরিল মাগযবূবি আলাইহিম অলায য-ল্লীন’ বললে তোমরা ’আমীন’ বল। তাহলে (সূরা ফাতিহায় উল্লিখিত দু’আ) আল্লাহ তোমাদের জন্য মঞ্জুর করে নেবেন।

عَن سَمُرَةَ بن جُنْدُبٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ إِذَا قَالَ الإِمَامُ: "غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلا الضَّالِّينَ فَقُولُوا: آمِينَ يُجِبْكُمُ اللهُ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ