৫১৪৮

পরিচ্ছেদঃ ১৩১. ইয়াতীমদের প্রতিপালনের ফযীলত

৫১৪৮। সুহাইল (রহঃ) সূত্রে এই সনদে পূর্বোক্ত হাদীসের অর্থানুরূপ বর্ণিত। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, তিনটি বোন অথবা তিনটি কন্যা অথবা দু’টি কন্যা অথবা দু’টি বোন হলেও।[1]

দুর্বল।

بَابٌ فِي فَضْلِ مَنْ عَالَ يَتِيمًا

حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، بِهَذَا الإِسْنَادِ بِمَعْنَاهُ قَالَ ‏ "‏ ثَلاَثُ أَخَوَاتٍ أَوْ ثَلاَثُ بَنَاتٍ أَوْ بِنْتَانِ أَوْ أُخْتَانِ ‏"‏ ‏.‏ ضعيف


The tradition mentioned above has also been transmitted by Suhail through a different chain of narrators to the same effect. This version has : “three sisters, or three daughter, or two daughter, or two sisters”.


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ