৪৯৪৭

পরিচ্ছেদঃ ৬৮. মুসলিমকে সাহায্য করা

৪৯৪৭। হুযাইফাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক ভালো কাজই একটি সাদাকাহ।[1]

সহীহ।

بَابٌ فِي الْمَعُونَةِ لِلْمُسْلِمِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: قَالَ نَبِيُّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: كُلُّ مَعْرُوفٍ صَدَقَةٌ صحيح


Hudhaifah said : Your prophet (May peace be upon him) said : Every good act is a SADAQAH (almsgiving).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ