৩০০

পরিচ্ছেদঃ

৩০০. আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর আবু বকর (রাঃ) তাঁর নিকট এসে তাঁর দুই চোখের মাঝখানে মুখ লাগিয়ে চুম্বন করেন এবং তাঁর বাহুতে দু’হাত রেখে বলেন, হায় নবী! হায় অন্তরঙ্গ বন্ধু! হায় বন্ধু![1]

حَدَّثَنَا حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ ، قَالَ : حَدَّثَنَا مَرْحُومُ بْنُ عَبْدِ الْعَزِيزِ الْعَطَّارُ ، عَنِ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ ، عَنْ يَزِيدَ بْنِ بَابَنُوسَ ، عَنْ عَائِشَةَ ، أَنَّ أَبَا بَكْرٍ " دَخَلَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , بَعْدَ وَفَاتِهِ فَوَضَعَ فَمَهُ بَيْنَ عَيْنَيْهِ وَوَضَعَ يَدَيْهِ عَلَى سَاعِدَيْهِ ، وَقَالَ : وَانَبِيَّاهُ ، وَاصَفِيَّاهُ ، وَاخَلِيلاهُ " .


'Aayeshah Radiyallahu 'Anha says that: "After the death of Rasulullah Sallallahu 'Alayhi Wasallam, Abubakr Radiyallahu 'Anhu entered, kissed him on his lower forehead (between the eyes), and put his hands on the shoulders of Rasulullah Sallallahu 'Alayhi Wasallam and said: 'Waa nabiyyaah', He lifted his head bent and kissed the forehead again and said: waa khalilaah."'

আবু বকর (রাঃ) রাসূলুল্লাহ (সাঃ) এর কপালে দু’চোখের মাঝখানে চুম্বন করেছেন। সাহাবী উসমান ইবনে মাযউনের ইন্তেকালের পর রাসূলুল্লাহ (সাঃ) তাঁকে চুম্বন করেছেন। এতে বুঝা যায়, মৃত ব্যক্তিকে চুম্বন করা জায়েয।


These words were not intended to draw attention, therefore there is no perplexity. A narration in Musnad Ahmad states that Sayyidina Abubakr Radiyallahu 'Anhu came towards the mubaarak head of Sayyidina Rasulullah Sallallahu 'Alayhi Wasallam, bent his head towards the noble face and kissed the forehead, and said: 'Waa nabiyyaah'. He lifted his head bent and kissed the forehead again and said: 'Waa khalilaah".