৫৫২

পরিচ্ছেদঃ ৬০: দানশীলতা এবং আল্লাহর উপর ভরসা করে পুণ্য কাজে ব্যয় করার বিবরণ

৪/৫৫২। জাবের রাদিয়াল্লাহু ’আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এমন কোনো জিনিসই চাওয়া হয়নি, যা জবাব দিয়ে তিনি ’না’ বলেছেন। (অর্থাৎ কোনো কিছু তাঁর কাছে চাওয়া হলে তিনি তা দিতে কখনো নিষেধ করেন নি) (বুখারী ও মুসলিম) [1]‎‎‎‎‎‎

بَابُ الْكَرَمِ وَالْجُوْدِ وَالْإِنْفَاقِ فِيْ وُجُوْهِ الْخَيْرِثِقَةًمبِاللهِ تَعَالٰى - (60)

وَعَن جَابرٍ رضي الله عنه، قَالَ: مَا سُئِلَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم شَيْئاً قَطُّ، فَقَالَ: لاَ . متفقٌ عَلَيْهِ

(60) Chapter: Excellence of Generosity and Spending in a Good cause with Reliance on Allah


Jabir (May Allah be pleased with him) reported: Messenger of Allah (ﷺ) never said 'no' to anyone who asked him for anything. [Al-Bukhari and Muslim]. Commentary: This Hadith illustrates the refined morals, sublimity of soul and the generosity of the Prophet (PBUH). Had somebody asked him of something, provided it was in his possession, he would never say `no' to him. He would also on occasions resort to borrowing to meet the want of a needy person. If the borrowing were not possible, he would promise to fulfill his need.