২০১

পরিচ্ছেদঃ ১৪৪। এক মুদ (পানি) দিয়ে উযূ করা

২০১। আবূ নু’আয়ম (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সা’ (৪ মুদ*) থেকে পাঁচ মুদ পর্যন্ত পানি দিয়ে গোসল করতেন এবং উযূ (ওজু/অজু/অযু) করতেন এক মুদ দিয়ে।

باب الْوُضُوءِ بِالْمُدِّ

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا مِسْعَرٌ، قَالَ حَدَّثَنِي ابْنُ جَبْرٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا، يَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَغْسِلُ ـ أَوْ كَانَ يَغْتَسِلُ ـ بِالصَّاعِ إِلَى خَمْسَةِ أَمْدَادٍ، وَيَتَوَضَّأُ بِالْمُدِّ‏.‏

To perform ablution with one Mudd of water. (Mudd is practically 2/3 of the kilogram)


Narrated Anas: The Prophet (sallallahu 'alaihi wa sallam) used to take a bath with one Sa` up to five Mudds (1 Sa` = 4 Mudds) of water and used to perform ablution with one Mudd of water.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ