হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
২২৬১
পরিচ্ছেদঃ সালাতে মুসল্লী ব্যক্তির কোন প্রয়োজন দেখা দিলে, ইশারা করা জায়েয
২২৬১. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে ইশারা করতেন।”[1]
[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩২৭৬; মুসনাদ আবী ইয়ালা: ১৭২; মুসনাদ আহমাদ: ৩/১৩৮; আবূ দাঊদ: ৯৪৩; সুনান বাইহাকী: ২/২৬২; সহীহ ইবনু খুযাইমাহ: ৮৮৫; তাবারানী আস সাগীর: ৬৯৫।
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৭১)
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْءِ أَنْ يُشِيرَ فِي صَلَاتِهِ لِحَاجَةٍ تَبْدُو لَهُ
2261 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ عن الزُّهْرِيُّ عَنْ أَنَسٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم كان يُشيرُ في الصلاة. الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان الصفحة أو الرقم: 2261 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (871).