হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৪৬৭

পরিচ্ছেদঃ ২৪) ফজর নামায ও আসর নামায শেষে মুসল্লায় বসে থাকার প্রতি উদ্বুদ্ধকরণ

৪৬৭. (হাসান সহীহ্) আবু উমামা (রাঃ) থেকে আরো বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’যে ব্যক্তি ফজরের নামায জামাআতের সাথে আদায় করে। অতঃপর মুসল্লায় বসে থেকে সূর্যোদয় পর্যন্ত আল্লাহর যিকিরে লিপ্ত থাকে। তারপর উঠে দু’রাকাআত নামায আদায় করে, সে একটি হজ্জ ও একটি ওমরার ছোয়াব নিয়ে ফেরত যায়।’’

(ত্বাবরানী হাদীছটি বর্ণনা করেছেন)

الترغيب في جلوس المرء في مصلاه بعد صلاة الصبح وصلاة العصر

(حسن صحيح ) وَعَنْه رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : "مَنْ صَلَّى صَلاةَ الْغَدَاةِ فِي جَمَاعَةٍ، ثُمَّ جَلَسَ يَذْكُرُ اللَّهَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، ثُمَّ قَامَ فَرَكَعَ رَكْعَتَيْنِ، انْقَلَبَ بِأَجْرِ حَجَّةٍ وَعُمْرَةٍ". رواه الطبراني


হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ