হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৬৬৭

পরিচ্ছেদঃ ৫৯. তাইয়াম্মুম

৬৬৭(২৩)। মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... জাবের (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি এসে বলল, আমি নাপাক হয়েছিলাম এবং মাটিতে গড়াগড়ি করেছি। তিনি বলেন, তুমি মাটিতে (হাত) মারো। অতএব সে তার হাত মাটিতে মেরে তা দিয়ে তার মুখমণ্ডল মসেহ করলো, তারপর দ্বিতীয়বার মাটিতে হাত মেরে দুই হাত দিয়ে উভয় হাত কনুই পর্যন্ত মসেহ করলো।

بَابُ التَّيَمُّمِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، وَإِسْمَاعِيلُ بْنُ عَلِيٍّ ، وَعَبْدُ الْبَاقِي بْنُ قَانِعٍ ، قَالُوا : نَا إِبْرَاهِيمُ الْحَرْبِيُّ ، نَا أَبُو نُعَيْمٍ ، نَا عَزْرَةُ بْنُ ثَابِتٍ ، عَنْ أَبِي الزُّبَيْرِ ، عَنْ جَابِرٍ ، قَالَ : جَاءَ رَجُلٌ فَقَالَ : أَصَابَتْنِي جَنَابَةٌ وَإِنِّي تَمَعَّكْتُ فِي التُّرَابِ ، قَالَ : اضْرِبْ . فَضَرَبَ بِيَدِهِ الْأَرْضَ فَمَسَحَ وَجْهَهُ ، ثُمَّ ضَرَبَ بِيَدِهِ أُخْرَى ، فَمَسَحَ بِهِمَا يَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ