হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৪৪৮

পরিচ্ছেদঃ ৪৮. "পানি (গোসল) পানি (বীর্যপাত) থেকে" রহিত হওয়া সম্পর্কে

৪৪৮(১). আবুত তাহের (রহঃ) ... উবাই ইবনে কা’ব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মুফতীগন যে ফাতওয়া দিতেন, ’পানি থেকে পানি’ (বীর্যপাত হলে গোসল করতে হবে) এই সুবিধ ইসলামের প্রাথমিক যুগে দিয়েছিলেন। তারপর তিনি আমাদেরকে গোসল করার নির্দেশ দিয়েছেন।

بَابُ نَسْخِ قَوْلِهِ الْمَاءُ مِنَ الْمَاءِ

حَدَّثَنَا أَبُو الطَّاهِرِ بْنُ بُجَيْرٍ ، نَا مُوسَى بْنُ هَارُونَ ، وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مِرْدَاسٍ ، نَا أَبُو دَاوُدَ ، قَالَا : نَا مُحَمَّدُ بْنُ مِهْرَانَ ، نَا مُبَشِّرٌ الْحَلَبِيُّ ، عَنْ مُحَمَّدٍ أَبِي غَسَّانَ ، عَنْ أَبِي حَازِمٍ ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ، حَدَّثَنِي أُبَيُّ بْنُ كَعْبٍ " أَنَّ الْفُتْيَا الَّتِي كَانُوا يُفْتُونَ : أَنَّ الْمَاءَ مِنَ الْمَاءِ ، كَانَتْ رُخْصَةً رَخَّصَهَا رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي بَدْءِ الْإِسْلَامِ ، ثُمَّ أَمَرَنَا بِالِاغْتِسَالِ بَعْدُ " . صَحِيحٌ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ উবাই ইবনু কা‘ব (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ