হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৪৪৫

পরিচ্ছেদঃ ৪৬. শুষ্ক ও ভিজা বীর্য থেকে পবিত্রতা অর্জন এবং তার বিধান সম্পর্কে

৪৪৫(৬). আবু উসমান সাঈদ ইবনে মুহাম্মাদ ইবনে আহমাদ আল-হান্নাত (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাপড়-চোপড় ও মাটিকে অপবিত্র মনে করতেন না। তিনি আরো বলেন, এক (নাপাক) ব্যক্তির স্পর্শে অপর (পাক) ব্যক্তি নাপাক হয় না। হাদীসটি সুপ্রতিষ্ঠিত নয়। উম্মুল কাল্লূস আমরাহ আল-গাদিরিয়ার হাদীস দলীল হিসাবে গ্রহণযোগ্য নয়।

بَابُ مَا وَرَدَ فِي طَهَارَةِ الْمَنِيِّ وَحُكْمِهِ رَطْبًا وَيَابِسًا

حَدَّثَنَا أَبُو عُثْمَانَ سَعِيدُ بْنُ مُحَمَّدِ بْنِ أَحْمَدَ الْحَنَّاطُ ، نَا إِسْحَاقُ بْنُ أَبِي إِسْرَائِيلَ ، حَدَّثَنَا الْمُتَوَكِّلُ بْنُ أَبِي الْفُضَيْلِ ، عَنْ أُمِّ الْقَلُوصِ عَمْرَةَ الْغَاضِرِيَّةِ ، عَنْ عَائِشَةَ ؛ أَنَّهَا قَالَتْ : " كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - لَا يَرَى عَلَى الثَّوْبِ جَنَابَةً ، وَلَا الْأَرْضِ جَنَابَةً ، وَلَا يُجْنِبُ الرَّجُلُ الرَّجُلَ " . لَا يَثْبُتُ هَذَا ؛ أُمُّ الْقَلُوصِ لَا تَثْبُتُ بِهَا حُجَّةٌ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ