হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৩৮৪

পরিচ্ছেদঃ ৪০. উযু করার পর লজ্জাস্থানে পানি ছিটিয়ে দেয়া সম্পর্কে

৩৮৪(২). মুহাম্মাদ ইবনে আহমাদ ইবনে ইবরাহীম আল-কাতিব (রহঃ) ... উসামা ইবনে যায়েদ (রাঃ) থেকে বর্ণিত। জিবরীল (আঃ) যখন (প্রথমে) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ওহী নিয়ে আসেন তখন তাঁকে উযুর নিয়ম শিক্ষা দেন। তিনি উযু শেষ করে এক আঁজলা পানি নিয়ে তা লজ্জাস্থানে ছিটিয়ে দেন।

بَابٌ فِي نَضْحِ الْمَاءِ عَلَى الْفَرْجِ بَعْدَ الْوُضُوءِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ إِبْرَاهِيمَ الْكَاتِبُ ، نَا حَمْدَانُ بْنُ عَلِيٍّ ، نَا هَيْثَمُ بْنُ خَارِجَةَ ، نَا رِشْدِينُ ، عَنْ عَقِيلٍ وَقُرَّةَ ، عَنِ ابْنِ شِهَابٍ ، عَنْ عُرْوَةَ ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ : " أَنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ لَمَّا نَزَلَ عَلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَرَاهُ الْوُضُوءَ ، فَلَمَّا فَرَغَ مِنْ وُضُوئِهِ ، أَخَذَ حَفْنَةً مِنْ مَاءٍ فَرَشَّ بِهَا فِي الْفَرْجِ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ