হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৯৮

পরিচ্ছেদঃ ২৩. বিড়ালের উচ্ছিষ্ট

১৯৮(৫). আবু বাকর (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বিড়াল সম্পর্কে বলেন, এটি পাত্রে মুখ দিলে তা সাতবার ধৌত করতে হবে।

লাইছ ইবনে আবু সুলাইম হাদীসের হাফেজ নন এবং এটি মাওকুফ হাদীস। এটিকে আবু হুরায়রা (রাঃ) এর বক্তব্য বলা সঠিক নয়। এটি আতা (রহঃ)-এর উক্তি হওয়াই অধিক সংগতিপূর্ণ।

بَابُ سُؤْرِ الْهِرَّةِ

ثَنَا أَبُو بَكْرٍ ، نَا إِبْرَاهِيمُ الْحَرْبِيُّ . وَثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ الْوَاسِطِيُّ ، نَا مُوسَى بْنُ إِسْحَاقَ ، قَالَا : نَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ، نَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ ، عَنْ لَيْثٍ ، عَنْ عَطَاءٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ ، قَالَ : فِي السِّنَّوْرِ إِذَا وَلَغَتْ فِي الْإِنَاءِ ، قَالَ : يَغْسِلُهُ سَبْعَ مَرَّاتٍ . لَيْثُ بْنُ أَبِي سُلَيْمٍ لَيْسَ بِحَافِظٍ ، وَهَذَا مَوْقُوفٌ ، وَلَا يَصِحُّ عَنْ أَبِي هُرَيْرَةَ هَذَا أَشْبَهُ أَنَّهُ مِنْ قَوْلِ عَطَاءٍ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ