হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৫০

পরিচ্ছেদঃ ১৭. ইসতিনজার হুকুম

১৫০(১১). আবু জা’ফর মুহাম্মাদ ইবনে সুলায়মান আন-ননামানী (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সুরাকা ইবনে মালেক আল-মুদলিজী (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট দিয়ে যেতে তাকে পায়খানার শিষ্টাচার সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি তাকে পায়খানার সময় কিবলার দিক থেকে ফিরে বসতে এবং কিবলার দিকে মুখ অথবা পিঠ দিয়ে পায়খানা-পেশাব করতে নিষেধ করেছেন। তিনি তিন টুকরা পাথর দিয়ে শৌচ করতে যার মধ্যে গোবরের টুকরা থাকবে না অথবা তিন টুকরা কাঠ অথবা তিন টুকরা ঢিলা দিয়ে শৌচ করতে নির্দেশ দিলেন। মুবাশশির ইবনে উবায়েদ ব্যতীত অপর কেউ উল্লেখিত হাদীস বর্ণনা করেননি এবং তিনি পরিত্যক্ত রাবী।

بَابُ الِاسْتِنْجَاءِ

نَا أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ النُّعْمَانِيُّ ، نَا أَبُو عُتْبَةَ أَحْمَدُ بْنُ الْفَرَجِ ، نَا بَقِيَّةُ حَدَّثَنِي مُبَشِّرُ بْنُ عُبَيْدٍ ، حَدَّثَنِي الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ : مَرَّ سُرَاقَةُ بْنُ مَالِكٍ الْمُدْلِجِيُّ عَلَى رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَسَأَلَهُ ، عَنِ التَّغَوُّطِ فَأَمَرَهُ أَنْ يَتَنَكَّبَ الْقِبْلَةَ ، وَلَا يَسْتَقْبِلَهَا وَلَا يَسْتَدْبِرَهَا ، وَلَا يَسْتَقْبِلَ الرِّيحَ ، وَأَنْ يَسْتَنْجِيَ بِثَلَاثَةِ أَحْجَارٍ لَيْسَ فِيهَا رَجِيعٌ ، أَوْ ثَلَاثَةِ أَعْوَادٍ ، أَوْ ثَلَاثِ حَثَيَاتٍ مِنْ تُرَابٍ . لَمْ يَرْوِهِ غَيْرُ مُبَشِّرِ بْنِ عُبَيْدٍ وَهُوَ مَتْرُوكُ الْحَدِيثِ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ