হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
২৯

পরিচ্ছেদঃ ১. পানিতে নাপাক মিশ্রিত হলে তার হুকুম

২৯. আবু বাক্‌র আন-নায়সাপুরী (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমাকে সপ্তম আকাশের ছিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হলে আমি সেখানে (একটি বড়ই গাছে) হাজার এলাকার মশকের ন্যায় বৃহদাকারের বড়ই এবং হাতীর কানের ন্যায় বড়ই পাতা দেখলাম। তার শিকড় (বা উৎসমূল) থেকে দুইটি দৃশ্যমান ঝর্না ও দুইটি অদৃশ্যমান ঝর্না প্রবাহিত হচ্ছে। আমি বললাম, হে জিবরীল! এগুলো কি? তিনি বলেন, অদৃশ্যমান ঝর্না দু’টি জান্নাতে প্রবাহিত এবং দৃশ্যমান ঝর্না দু’টি হলো (পৃথিবীর) নীল নদ ও ফোরাত নদী।

بَابُ حُكْمِ الْمَاءِ إِذَا لَاقَتْهُ النَّجَاسَةُ

حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى ، نَا عَبْدُ الرَّزَّاقِ أَنَا مَعْمَرٌ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، قَالَ : " لَمَّا رُفِعْتُ إِلَى سِدْرَةِ الْمُنْتَهَى فِي السَّمَاءِ السَّابِعَةِ : نَبْقُهَا مِثْلُ قِلَالِ هَجَرَ ، وَوَرَقُهَا مِثْلُ آذَانِ الْفِيَلَةِ ، يَخْرُجُ مِنْ سَاقِهَا نَهْرَانِ ظَاهِرَانِ ، وَنَهْرَانِ بَاطِنَانِ ، قُلْتُ : يَا جِبْرِيلُ ، مَا هَذَا ؟ ، قَالَ : أَمَّا الْبَاطِنَانِ فَفِي الْجَنَّةِ ، وَأَمَّا الظَّاهِرَانِ فَالنِّيلُ وَالْفُرَاتُ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ