হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৩৯২৭

পরিচ্ছেদঃ ১৫. সুস্থ অবস্থায় গোলাম আযাদ করা সম্পর্কে।

৩৯২৭. মুহাম্মদ ইব্ন কাছীর (রহঃ) .... আবূ দারদা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মৃত্যর সময় গোলাম আযাদ করার উদাহরণ হলো এমন, যেমন কোন ব্যাক্তি নিজের পেট ভরার পর অন্যকে দান করে। (কাজেই যৌবনে সুস্থাবস্থায় গোলাম আযাদ করা উত্তম)।

باب فِي فَضْلِ الْعِتْقِ فِي الصِّحَّةِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي حَبِيبَةَ الطَّائِيِّ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَثَلُ الَّذِي يُعْتِقُ عِنْدَ الْمَوْتِ كَمَثَلِ الَّذِي يُهْدِي إِذَا شَبِعَ ‏"‏ ‏.‏


Narrated Abud Darda':

The Prophet (ﷺ) said: the similitude of a man who emancipates a slave at the time of his death is like that of a man who gives a present after satisfying his appetite.


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
বর্ণনাকারীঃ আবুদ দারদা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ