পরিচ্ছেদঃ যেই মসজিদের ব্যাপারে বলা হয়েছে যে, তা তাকওয়ার উপর স্থাপিত হয়েছে, সেটি হলো মদীনার মসজিদ
১৬২৪. সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যেই মসজিদের ব্যাপারে বলা হয়েছে যে, তা তাকওয়ার উপর স্থাপিত হয়েছে, সেই মসজিদের ব্যাপারে বানী আমর বিন আওফ ও বানী খুদরাহ গোত্রের দুইজন ব্যক্তি বিবাদে লিপ্ত হন, খুদরী গোত্রের ব্যক্তি বলেন, “সেটি হলো মদীনার মসজিদ।” উমারী গোত্রের ব্যক্তি বলেন, “সেটি মসজিদে কুবা।” অতঃপর তারা সেখান থেকে বের হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসেন এবং এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন, জবাবে তিনি বলেন, “সেটি হলো আমার এই মসজিদ। আর এখানে প্রভূত কল্যাণ রয়েছে।”[1]
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৬০২।)
ذِكْرُ إِثْبَاتِ الْخَيْرِ لِلْمُصَلِّي فِي مَسْجِدِ قُبَاءَ يُرِيدُ بِهِ اللَّهَ وَالدَّارَ الْآخِرَةَ
1624 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ أُنَيْسِ بْنِ أَبِي يَحْيَى حَدَّثَنِي أَبِي قَالَ: سَمِعْتُ أَبَا سَعِيدٍ الخدري يقول: إن رجلاً من بني عَمْرِو بْنِ عَوْفٍ وَرَجُلًا مِنْ بَنِي خُدرة امْتَرَيَا فِي الْمَسْجِدِ الَّذِي أُسس عَلَى التَّقْوَى فَقَالَ الْخُدْرِيُّ: هُوَ مَسْجِدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ الْعُمَرِيُّ: هُوَ مَسْجِدُ قُبَاءَ قَالَ: فَخَرَجَا حَتَّى جَاءَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَاهُ عَنْ ذَلِكَ فَقَالَ: (هُوَ هَذَا الْمَسْجِدُ ـ مَسْجِدُ رَسُولِ اللَّهِ ـ وَفِي ذلك خير كثير)
الراوي : سهل بْن سَعْدٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1624 | خلاصة حكم المحدث: صحيح؛ لكن المحفوظ من حديث أبي سعيد الخدري.