পরিচ্ছেদঃ ২০০: আসরের সুন্নতের বিবরণ

১/১১২৬। আলী ইবনে আবী তালেব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ’নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের ফরয নামাযের আগে চার রাকআত সুন্নত পড়তেন। তার মাঝখানে নিকটবর্তী ফেরেশতাবর্গ ও তাঁদের অনুসারী মুসলিম ও মুমিনদের প্রতি সালাম পেশ করার মাধ্যমে পার্থক্য করতেন।’ (অর্থাৎ চার রাকআতে দু’ রাকআত পর পর সালাম ফিরতেন।) (তিরমিযী হাসান) [1]

(200) بَابُ سُنَّةِ الْعَصْرِ

عَن عَلِيِّ بنِ أَبِي طَالِبٍ رضي الله عنه قَالَ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي قَبْلَ العَصْرِ أَرْبَعَ رَكَعَاتٍ، يَفْصِلُ بَيْنَهُنَّ بِالتَّسْلِيمِ عَلَى المَلائِكَةِ المُقَرَّبِينَ، وَمَنْ تَبِعَهُمْ مِنَ المُسْلِمِينَ وَالمُؤْمِنِينَ . رَوَاهُ التِّرمِذِيُّ، وَقَالَ: حَدِيثٌ حَسَنٌ

عن علي بن ابي طالب رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم يصلي قبل العصر اربع ركعات يفصل بينهن بالتسليم على الملاىكة المقربين ومن تبعهم من المسلمين والمومنين رواه الترمذي وقال حديث حسن

(200) Chapter: Sunnah of the 'Asr Prayer


'Ali bin Abu Talib (May Allah be pleased with him)reported:
The Prophet (ﷺ) used to perform four Rak'ah before the 'Asr prayer, separating them with Taslim (i.e., offering blessings) on the favourite angels who are near Allah's proximity and the Muslims and the believers who come after them.

[At- Tirmidhi].

Commentary: The phrase "separating them with Taslim'' means that he would perform four Rak`ah in two couplets.


হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ
রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
৮/ বিভিন্ন নেক আমলের ফযীলত প্রসঙ্গে (كتاب الفضائل) The Book of Virtues

পরিচ্ছেদঃ ২০০: আসরের সুন্নতের বিবরণ

২/১১২৭। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ সেই ব্যক্তির উপর রহম করুন, যে ব্যক্তি আসরের পূর্বে চার রাকআত সুন্নত পড়ে।” (আবূ দাঊদ, তিরমিযী হাসান) [1]

(200) بَابُ سُنَّةِ الْعَصْرِ

وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: «رَحِمَ اللهُ امْرَءاً صَلَّى قَبْلَ العَصْرِ أَرْبَعاً». رواه أبُو دَاوُدَ وَالتِّرمِذِيُّ، وَقَالَ: حَدِيثٌ حَسَنٌ.

وعن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال رحم الله امرءا صلى قبل العصر اربعا رواه ابو داود والترمذي وقال حديث حسن

(200) Chapter: Sunnah of the 'Asr Prayer


Ibn 'Umar (May Allah be pleased with them) reported:
The Prophet (ﷺ) said, "May Allah have mercy on a man who performs four Rak'ah before the 'Asr prayer."

[Abu Dawud and At- Tirmidhi].

Commentary: These four Rak`ah can be performed in two couplets also, as was the practice of the Prophet (PBUH), according to the preceding Hadith. It can be performed with one Taslim also. Both forms are correct and permissible. Some scholars are of the opinion that the former method is better. `Ulama' have stated that these four Sunnah of `Asr prayer are Ghair Mu'akkadah (optional prayers). Its importance is however evident from the fact that the Prophet (PBUH) prayed for mercy on those who performed these Sunnah.


হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ
রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
৮/ বিভিন্ন নেক আমলের ফযীলত প্রসঙ্গে (كتاب الفضائل) The Book of Virtues

পরিচ্ছেদঃ ২০০: আসরের সুন্নতের বিবরণ

৩/১১২৮। আলী ইবনু আবী ত্বালিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (মাঝে মাঝে) আসরের আগে দু রাক’আত (সুন্নাত) পড়তেন। (আবূ দাউদ) হাদিসটি দুর্বল। [1]

(200) بَابُ سُنَّةِ الْعَصْرِ

وعنْ عليِّ بن أَبي طالبٍ، رَضِيَ اللَّه عنهُ، أَنَّ النبيَّ صلى الله عليه وسلم كانَ يُصَلِّي قَبْلَ العَصرِ رَكْعَتَيْنِ .

وعن علي بن ابي طالب رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم كان يصلي قبل العصر ركعتين

(200) Chapter: Sunnah of the 'Asr Prayer


'Ali bin Abu Talib (May Allah be pleased with him) reported:
The Prophet (ﷺ) used to perform two Rak'ah before the 'Asr prayer.

[Abu Dawud].

Commentary: We learn from this Hadith that one can also perform two Sunnah before `Asr prayer. But Sheikh AlAlbani has stated that the word "two Rak`ah" occurring in this Hadith is rare. Four Rak`ah are secure and should, therefore, be preferred.


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ
রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
৮/ বিভিন্ন নেক আমলের ফযীলত প্রসঙ্গে (كتاب الفضائل) The Book of Virtues
দেখানো হচ্ছেঃ থেকে ৩ পর্যন্ত, সর্বমোট ৩ টি রেকর্ডের মধ্য থেকে