কর্নেল ইউনিভার্সিটির ডা. রাসেল সিসিল আরথ্রাইটিস রোগের চারটি বহু বিস্তৃত কারণ উল্লেখ করেন-

১. বৈবাহিক ঝগড়া (অর্থাৎ স্বামী-স্ত্রী-সংক্রান্ত ঝগড়া)

২. আর্থিক সঙ্কট ও হতাশা

৩. নিঃসঙ্গতা ও উদ্বিগ্নতা

৪. হিংসা-বিদ্বেষ

The Federation of American Dentists এ বক্তৃতা দানকালে ডাঃ উইলিয়াম মার্ক গংগিল মন্তব্য করেন-

“উদ্বিগ্নতা ও ভয়ের মতো অপ্রীতিকর অনুভূতি সম্ভবত দেহের ক্যালসিয়াম বণ্টনের ব্যাঘাত ঘটায় ফলে দাতের ক্ষয় হওয়ার জোরালো সম্ভাবনা থাকে।”