রাত্রে খারাপ স্বপ্ন দেখে জেগে উঠলে বাম দিকে তিনবার থুথু মারুন, শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর নিকট পানাহ চান, যে দুঃস্বপ্ন দেখেন, সেই মন্দ ও ক্ষতি থেকেও রক্ষা প্রার্থনা করুন এবং পার্শ্ব পরিবর্তন করে শয়ন করুন। ভয়ে ঘুম না এলে উঠে নামায পড়তে শুরু করুন।[1]

খারাপ স্বপ্নের কথা কাউকে বলবেন না। অবশ্য সুস্বপ্ন হলে আত্মীয়-বন্ধুকে বলতে পারেন।[2]

[1]. বুখারী তাওহীদ পাবঃ হা/ ৭০৪৪, মুসলিম আল-মাকতাবাতুশ-শামেলা হা/২২৬১-২২৬৩

[2]. মুসলিম আল-মাকতাবাতুশ-শামেলা হা/২২৬১