২১. রাসূলুল্লাহ (ﷺ), ফাতেমা, হাসান, হুসাইন (রা) একই মাটির

আবূ নুআইম ইসপাহানীর ‘ফাযাইলুস সাহাবাহ’ গ্রন্থে সংকলিত একটি হাদীসে রাসূলুল্লাহ ফাতেমা (রা) ও হাসান-হুসাইন (রা) সম্পর্কে বলেছেন:

خُلِقْتُ وَخُلِقْتُمْ مِنْ طِيْنَةٍ وَاحِدَةٍ

‘‘আমি এবং তোমরা একই মাটি থেকে সৃষ্ট হয়েছি।’’

সুয়ূতী, ইবন আর্রাক প্রমুখ মুহাদ্দিস হাদীসটিকে জাল বলেছেন।[1]

[1] সুয়ূতী, যাইলুল লাআলী, পৃ. ৬২; ইবনু আর্রাক, তানযীহ ১/৪০০।