১৬০-হাদী ও কুরবানীর মধ্যে পার্থক্য কী?

হজ্জের জন্য যে পশু জবাই হয় তা হল হাদী এবং ঈদুল আযহায় যে পশু জবাই হয় সেটি হচ্ছে কুরবানী।

১৬১- হাজীদের জন্য হাদী জবাইয়ের হুকুম কী?

এটা ওয়াজিব। হাদীকে দমে শুক্রও বলা হয়।

১৬২- কোন্ দুই শ্রেণীর হাজীদের জন্য হাদী ওয়াজিব?

তামাত্তু ও কিরান হাজীদের জন্য।

১৬৩- তামাত্তু ও কিরান হাজীগণ যদি মক্কার অধিবাসী হয় তাহলে কি হাদী জবাই করতে হবে?

না, এক্ষেত্রে হাদী লাগবে না। এমনকি রোযাও রাখতে হবে না।

১৬৪- বহিরাগত যেসব লোক চাকুরী বা পড়াশুনা বা অন্য কোন কারণে মক্কা শরীফে অবস্থান করছেন তারা কি মক্কার বাসিন্দা বলে গণ্য হবেন?

হাঁ। তারা মাক্কার বাসিন্দা বলে গণ্য হবেন।

১৬৫- হাদী ও কুরবানী কোথায় এবং কীভাবে দিতে হয়?

হাদী মিনায় বা মক্কায় জবাই করা ওয়াজিব। আর কুরবানী নিজ দেশেও দেয়া যাবে। সৌদী আরব সরকারের তত্ত্বাবধানে আই.ডি.বি-র মাধ্যমে বেশ কয়েক বছর যাবৎ কুরবানী ও হাদীর পশু ক্রয়-বিক্রয়, আমদানী ও জবাই হয়ে থাকে। হাজীরা এখন এ সুযোগ নিয়ে তাদের মুয়াল্লেম বা গ্রুপ লীডারের মাধ্যমে ব্যাংকে টাকা জমা দিয়ে হাদীর পশু ক্রয় ও জবাইয়ের কাজ সম্পন্ন করে থাকেন। আপনিও তাই দূর-দূরান্ত, অজানা-অচেনা পথে অতীব পরিশ্রমের ঝুকি না নিয়ে পূর্বেই ব্যাংকে টাকা জমা দিয়ে হাদীর পশু জবাইয়ের কাজটা সহজে সেরে ফেলতে পারেন। ফলে পাথর মারা শেষ হলে আপনার পরবর্তী কাজ হবে চুল কাটা।

১৬৬- হাজীদের জন্য হাদী ও কুরবানীর ও হুকুম কী?

হাজীদের জন্য হাদী ওয়াজিব, কিন্তু কুরবানী সুন্নাত।

১৬৭-দম কোথায় দিতে হয়? এর গোশত কারা খাবে?

মিনায় বা মাক্কায় দিতে হয়। এর মাংস শুধুমাত্র ফকীর-মিসকীনরা খাবে। দম দাতা এর মাংস খেতে পারবে না।

১৬৮- হাদী সম্পর্কে সংক্ষিপ্ত ও প্রাথমিক কিছু মাসআলা জানতে চাই?

মাসআলাগুলো নিম্নরূপঃ

(১) পাথর মারা শেষ হলেই পশু জবাই করতে হয়।

(২) পশু জবাইয়ের সময় শুরু হয় ১০ই যিলহজ্জ সূর্যোদয়ের পর থেকে ১৩ই যিলহজ্জ সূর্য ডুবার পূর্ব পর্যন্ত।

(৩) মিনা বা মক্কা উভয় স্থানেই পশু জবাই করা জায়েয।

(৪) পশুটি নিখুঁত, ত্রুটিমুক্ত এবং প্রাপ্ত বয়স্ক হতে হবে।

(৫) একজন ব্যক্তি তার নিজের জন্য একাধিক হাদী ও কুরবানী জবাই করতে পারবেন।

(৬) আবার গরু বা উট হলে এক পশুতে ৭ জন শরীক হতে পারবেন।

(৭) জবাইয়ের সময় পশুকে কেবলামুখী করে জবাই করতে হবে।

(৮) পশুটিকে বাম কাত করে ফেলে ডান পাশে পাঁ রেখে মজবুত করে চেপে ধরে জবাই করবেন।

(৯) জবাইর সময় বলবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার।

(১০) কুরবানীর গোশ্ত নিজে খাওয়া, বিতরণ ও দান করা সবই সুন্নাত এবং জমা রাখা জায়িয।

(১১) তিন ভাগের একভাগ গোশ্ত গরীব-মিসকীনদের মধ্যে বিতরণকালে ভাগের মধ্যে পরিমাণে একটু কম-বেশী হলে অসুবিধা নেই।

(১২) অপরিচিত সংস্থা বা অজানা অবিশ্বস্ত লোকের কাছ থেকে কুরবানীর রসিদ কাটবেন না।

১৬৯- হাদীর টাকা যারা ব্যাংকে জমা দেয় কোন কারণে ধারাবাহিকতা ভঙ্গ করে তাদের চুল কাটার পর যদি যে পশু যবাই হয় তাহলে কি কোন ক্ষতি হবে?

ওযর থাকলে কোন অসুবিধা নেই।

দেখানো হচ্ছেঃ থেকে ১০ পর্যন্ত, সর্বমোট ১১ টি রেকর্ডের মধ্য থেকে পাতা নাম্বারঃ 1 2 পরের পাতা »