৭. ১. ২৪. ২. যীশুর উম্মত হওয়ার জন্য সব কিছু বর্জনের শর্তারোপ

লূক ১৪/৩৩: “Everyone who does not [Renounce all his possessions Catholic/ Forsake all that he has KJV] cannot be My disciple”। কেরি: ‘‘তোমাদের মধ্যে যে কেহ আপনার সর্বস্ব ত্যাগ না করে, সে আমার শিষ্য হইতে পারে না।’’ মো.-২০০৬: ‘‘আপনাদের মধ্যে যদি কেউ ভেবে-চিন্তে তার সব কিছু ছেড়ে না আসে তবে সে আমার উম্মত হতে পারে না।’’

পাঠক, যীশুর উম্মত হওয়ার জন্য নিজের সর্বস্ব- বাড়িঘর, পরিবার-পরিজন, সহায়-সম্পদ সবকিছু- পরিত্যাগ করার শর্তটা কি স্বাভাবিক ও বিবেকসিদ্ধ?