আমরা উপরে দেখেছি যে, সাহাবী-তাবিয়ীগণ আহলুস সুন্নাতের বিপরীতে আহলুল বিদ‘আত উল্লেখ করছেন। আর জামা‘আতের বিপরীতে রয়েছে ‘ইফতিরাক বা ‘তাফার্রুক’ যার অর্থ বিচ্ছিন্নতা বা দলাদলি। এজন্য আহলুল বিদ‘আতকে আহলুল বিদ‘আত ওয়াল ইফতিরাক বলা হয়। এছাড়া সাহাবী-তাবিয়ীগণ এদেরকে আহলুল আহওয়া (أهل الأهواء) বা প্রবৃত্তির অনুসারীগণ বলে আখ্যায়িত করতেন। বিদ‘আত (البدعة) ও হাওয়া (الهوى) শব্দদ্বয়ের অর্থ ও ব্যবহার আমরা ইতোপূর্বে জেনেছি। এখানে আমরা এ সকল ফিরকার পরিচয়, ইতিহাস ও মতাদর্শ আলোচনা করব।