রাসূলুল্লাহ (সা.) যখন মক্কা থেকে মদীনায় হিজরত করলেন তখন মদীনাবাসীদের মধ্যে বিশেষ দু’টি দিবস ছিল, সে দিবসে তারা খেলাধুলা করতো। রাসূলুল্লাহ (সা.) জিজ্ঞেস করলেন, এ দু’টি দিনের তাৎপর্য কী? মদীনাবাসীরা উত্তর দিল, আমরা জাহেলী যুগ থেকে এ দুদিনে খেলাধুলা করে আসছি। তখন রাসূলে কারীম (সা.) বললেন, আল্লাহ রাব্বুল আলামীন এ দু’দিনের পরিবর্তে এর চেয়েও উত্তম দু’টি দিন তোমাদেরকে দান করেছেন। আর সেই দিন দু’টি হলো: ঈদুল আযহা ও ঈদুল ফিতর। (নাসাঈ: ১৫৫৬, আবু দাউদ: ১১৩৪)।