ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত তৃতীয় অধ্যায় সিয়াম (রোযা) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
১৭৬. ঈদের প্রচলন কীভাবে শুরু হয়?
রাসূলুল্লাহ (সা.) যখন মক্কা থেকে মদীনায় হিজরত করলেন তখন মদীনাবাসীদের মধ্যে বিশেষ দু’টি দিবস ছিল, সে দিবসে তারা খেলাধুলা করতো। রাসূলুল্লাহ (সা.) জিজ্ঞেস করলেন, এ দু’টি দিনের তাৎপর্য কী? মদীনাবাসীরা উত্তর দিল, আমরা জাহেলী যুগ থেকে এ দুদিনে খেলাধুলা করে আসছি। তখন রাসূলে কারীম (সা.) বললেন, আল্লাহ রাব্বুল আলামীন এ দু’দিনের পরিবর্তে এর চেয়েও উত্তম দু’টি দিন তোমাদেরকে দান করেছেন। আর সেই দিন দু’টি হলো: ঈদুল আযহা ও ঈদুল ফিতর। (নাসাঈ: ১৫৫৬, আবু দাউদ: ১১৩৪)।