আল্লাহ তাআলা বলেন, (وَلِلَّهِ الأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا) অর্থাৎ, আল্লাহর জন্যই যাবতীয় সুন্দর নাম। সুতরাং তোমরা সেই সব নাম ধরেই তাকে ডাক। (সূরা আ'রাফ ১৮০ আয়াত)

রসূল (ﷺ) বলেন, নিশ্চয় আল্লাহর এমন ৯৯ টি নাম রয়েছে যে কেউ তা (দুআতে) গণনা করবে (বা মুখস্ত করে তার অর্থ ও দাবী অনুযায়ী আমল করবে) সে জান্নাতে প্রবেশ করবে। (কুঃ মুঃ ২৬৭৭নং)

কুরআন মাজীদ ও সহীহ সুন্নাহ থেকে সেই নামাবলী নিম্নরূপঃ

الله (আল্লাহ)

الأحد(আল আহাদ) একক

الأول (আল আউওয়াল) আদি

الأخر (আল আ-খির) অন্ত

الأعلى (আল আ’লা) মহামহীয়ান

الأكرام (আল আকরাম) দৃষ্টান্তহীন দানশীল

الإله (আল ইলা-হ) উপাস্য

البارئ (আল বারী) উদ্ভাবনকর্তা

الباسط (আল বাসিত্ব) জীবিকা সম্প্রসারণকারী

البر (আল বার) কৃপানিধি

البصير (আল বাস্বীর) সর্বদ্রষ্টা

الباطن (আল বা-ত্বিন) নিগূঢ়, গুপ্ত

التواب (আত তাউওয়া-ব) তওবা গ্রহণকারী

الجبار (আল জাব্বা-র) প্রবল।

الجميل (আল জামীল) সুন্দর

الجواد (আল জাওয়া-দ) অতি দানশীল

الحافظ (আল হা-ফিয) রক্ষাকর্তা

الحسيب (আল হাসীব) হিসাব গ্রহণকর্তা

الحفيظ (আল হাফীয) রক্ষণাবেক্ষণকারী

الحق (আল হাক্ক) সত্য

الحكم (আল হাকাম) বিচারকর্তা

الحكيم (আল হাকীম) প্রজ্ঞাময়

الحليم (আল হালীম) সহিষ্ণু

الحميد (আল হামীদ) প্রশংসিত

الحي (আল হাইয়্যু) চিরঞ্জীব

الحيي (আল হায়িয়্যু) লজ্জাশীল

الخالق (আল খালিকু) সৃজনকর্তা

الخبير (আল খাবীর) পরিজ্ঞাতা

الخلاق (আল খাল্লা-কৃ) মহাস্রষ্টা

الرؤوف (আর রাউফ) অত্যন্ত দয়ার্দ্র

الرب (আর রাব্ব) প্রভু, প্রতিপালক

الرحمن (আর রাহমান) পরম করুণাময়

الرحيم (আর রাহীম) অতি দয়াবান

الرزاق (আর রাযযা-ক্ব) মহারুযীদাতা

الرفيق (আর রাফীক) সঙ্গী, কৃপানিধি

الرقيب (আর রাক্বীব) তত্ত্বাবধায়ক

السبوح (আস সুব্বূহ) নিরঞ্জন

الستير (আস সিত্তীর) অতি গোপনকারী

السلام (আস সালাম) শান্তি, নিরবদ্য

السميع (আস সামী’) সর্বশ্রোতা

السيد (আস সাইয়িদ) প্রভু

الشافي (আশ শাফী) আরোগ্যদাতা

الشاكر (আশশা-কির) পুরস্কারদাতা

الشكور (আশ শাকুর) গুণগ্রাহী

الشهيد (আশ শাহীদ) সাক্ষী, প্রত্যক্ষদর্শী

الصمد (আস্ স্বামাদ) ভরসাস্থল

الطيب (আত ত্বাইয়্যিব) পবিত্র

الظاهر (আয-যাহির) ব্যক্ত, অপরাভূত

العالم (আল আ-লিম) জ্ঞাতা

العزيز (আল আযীয) পরাক্রমশালী

العظيم (আল আযীম) সুমহান

العفو (আল আফুউ) ক্ষমাশীল

العليم (আল আলীম) সর্বজ্ঞ

العلي (আল আলিয়্যু) সুউচ্চ

الغفار (আল গাফফা-র) অতি মার্জনাকারী

الغفور (আল গাফুর) মহাক্ষমাশীল

الغني(আল গানিয়ু) অভাবমুক্ত, অমুখাপেক্ষী

الفتاح (আল ফাত্তাহ) বিচারকশ্রেষ্ঠ

القابص (আল কা-বিয্ব) জীবিকা সঞ্চুচনকারী

القادر (আল ক্বা-দির) শক্তিমান

القاهر (আল ক্বা-হির) পরাক্রমশালী

القدوس (আল কুদ্দুস) অতি পবিত্র

القدير (আল ক্বাদীর) সর্বশক্তিমান

القريب (আল ক্বারীব) নিকটবর্তী

القوي (আল ক্বাবিইয়্যু) প্রবল ক্ষমতাবান

القهار (আল ক্বাহহা-র) প্রবল প্রতাপশালী

القيوم (আল কাইয়্যুম) অবিনশ্বর

الكبير (আল কাবীর) সুমহান

الكريم (আল কারীম) মহানুভব, সম্মানিত

اللطيف (আল লাত্বীফ) সূক্ষদর্শী

المؤخر (আল মুআখখির) পশ্চাদ্বর্তীকারী

المؤمن (আল মু'মিন) নিরাপত্তাবিধায়ক, সত্যায়নকারী

المبين (আল মুবীন) স্পষ্ট, প্রকাশক

المتعالي(আল মুতাআ-লী) সর্বোচ্চ মর্যাদাবান

المتكبر (আল মুতাকাব্বির) গর্বের অধিকারী

المتين (আল মাতীন) পরাক্রান্ত

المجيب (আল মুজীব) প্রার্থনা মঞ্জুরকারী

المجيد (আল মাজীদ) মর্যাদাবান, গৌরবান্বিত

المحيط (আল মুহীত্ব) পরিবেষ্টনকারী

المصور (আল মুস্বাউ ি}র) রূপদাতা

المعطي (আল মু’ত্বী) দাতা

المقتدر (আল মুক্তাদির) সর্বশক্তিমান

المقدم (আল মুক্বাদ্দিম) অগ্রবর্তীকারী

المقيت (আল মুক্বীত) শক্তিমান, রুযীদাতা

الملك (আল মালিক) সম্রাট

المليك (আল মালীক) অধীশ্বর

المنان (আলমান্না-ন) পরম অনুগ্রহশীল

المولى (আলমাউলা) প্রভু, সাহায্যকারী

المهيمن (আলমুহাইমিন) সাক্ষী, রক্ষক

النصير (আন্নাসীর) সহায়

الواحد (আল ওয়াহিদ) অদ্বিতীয়

الوارث (আল ওয়ারিস) চূড়ান্ত মালিকানার অধিকারী

الواسع (আল ওয়া-সি’) সর্বব্যাপী, প্রাচুর্যময়

الوتر (আল বিত্‌র) অযুগ্মা, একক

الودود (আল ওয়াদূদ) প্রেমময়

الوكيل (আল অকীল) কর্মবিধায়ক, তত্ত্বাবধায়ক

الولي (আল অলিয়) বন্ধু, অভিভাবক

الوهاب (আল অহহাব) মহাদাতা

جامع الناس (জা-মিউন্না-স) মানব জাতিকে সমবেতকারী

مالك الملك (মা-লিকুল মুল্‌ক) সারা রাজ্যের রাজা, সার্বভৌম

بديع السموات والارض (বাদীউস সামাওয়া-তি অলআরয্ব) আকাশ-মন্ডলী ও পৃথিবীর আবিষ্কর্তা।

نور السموات والارض (নূরুস সামাওয়াতি অল আরয্ব) আকাশমন্ডলী ও পৃথিবীর জ্যোতি।

ذو الجلال والإكرام (যুল জাল-লি অল ইকরাম) মহিমময় ও মহানুভব।

ارحم الراحمين (আরহামুর রাহিমীন) শ্রেষ্ঠ দয়ালু।

احكم الحاكمين (আহকামুল হাকিমীন) শ্রেষ্ঠ বিচারক।

احسن الخالقين (আহসানুল খালিক্বীন) সুনিপুণ স্রষ্টা।

خير الرازقين (খাইরুর রা-যিকৃীন) শ্রেষ্ঠ জীবিকাদাতা।

প্রকাশ যে, আল্লাহর নামাবলী নির্দিষ্টকরণের ব্যাপারে বর্ণিত হাদীসটি শুদ্ধ নয়। (আলক্বাওয়াইদুল মুসলা ফী সিফাতিল্লাহি অ আসমাইহিল হুসনা, ইবনে উসাইমীন ১৮-২০পৃঃ)

দেখানো হচ্ছেঃ থেকে ১ পর্যন্ত, সর্বমোট ১ টি রেকর্ডের মধ্য থেকে