প্রশ্নঃ (৮৭) রাসূলদের প্রতি ঈমান আনার দলীল কি?

উত্তরঃ কুরআন ও হাদীছে রাসূলদের প্রতি ঈমান আনয়নের অসংখ্য দলীল রয়েছে। আল্লাহ্ তা’আলা বলেনঃ

إِنَّ الَّذِينَ يَكْفُرُونَ بِاللَّهِ وَرُسُلِهِ وَيُرِيدُونَ أَنْ يُفَرِّقُوا بَيْنَ اللَّهِ وَرُسُلِهِ وَيَقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ وَيُرِيدُونَ أَنْ يَتَّخِذُوا بَيْنَ ذَلِكَ سَبِيلاً * أُولَئِكَ هُمُ الْكَافِرُونَ حَقًّا وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُهِينًا * وَالَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرُسُلِهِ وَلَمْ يُفَرِّقُوا بَيْنَ أَحَدٍ مِنْهُمْ أُولَئِكَ سَوْفَ يُؤْتِيهِمْ أُجُورَهُمْ

‘‘নিশ্চয়ই যারা আল্লাহ ও তাঁর রাসূলগণের প্রতি অবিশ্বাস করে এবং আল্লাহ ও তাঁর রাসূলগণের পার্থক্য করতে ইচ্ছা করে এবং বলে যে, আমরা কতিপয় রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করি এবং কতিপয়কে অবিশ্বাস করি এবং তারা এরই মধ্যবর্তী কোন পথ অবলম্বন করতে চায়, ওরাই প্রকৃত পক্ষে অবিশ্বাসী এবং আমি অবিশ্বাসীদের জন্যে অবমাননাকর শাস্তি প্রস্ত্তত করে রেখেছি। আর যারা আল্লাহ ও তাঁর রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তাদের কোন একজনের মধ্যে পার্থক্য করে না, আল্লাহ তাদেরকেই তাদের প্রতিদান প্রদান করবেন’’। (সূরা নিসাঃ ১৫০-১৫২) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ

(آمنت بالله ورسله)

‘‘আমি আল্লাহর প্রতি এবং তাঁর রাসূলের প্রতি ঈমান আনয়ন করলাম’’।[1]

[1] বুখারী, অধ্যায়ঃ কিতাবুল আদব। মুসলিম, অধ্যায়ঃ কিতাবুল ফিতান।