১৬৩. কাফির ও মুশরিকদের পূজ্য ব্যক্তিদেরকে গালি দেয়া, চাই সে দেবতা হোক কিংবা নামধারী পীর-বুযুর্গ

আল্লাহ্ তা’আলা বলেন:

وَلَا تَسُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِن دُونِ اللَّهِ فَيَسُبُّوا اللَّهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ

‘‘কাফির ও মুশরিকরা এক আল্লাহ্ ছাড়া যাদেরকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না তা হলে তারা বিদ্বেষ ও মূর্খতাবশত মহান আল্লাহ্ তা’আলাকেই গালি দিবে’’। (আন্’আম : ১০৮)

যদিও কাফির ও মুশরিকদের দেব-দেবীদেরকে গালি দেয়া জায়িয কিন্তু যখন তা মহান আল্লাহ্ তা’আলাকে গালি দেয়ায় পরোক্ষভাবে উৎসাহ জোগায় তাই তা আর প্রতিকূল পরিস্থিতির কারণে জায়িয থাকছে না।