১৬২. এক পায়ের উপর আরেক পা উঠিয়ে চিত হয়ে শোয়া

জাবির (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

إِذَا اسْتَلْقَى أَحَدُكُمْ عَلَى ظَهْرِهِ ؛ فَلاَ يَضَعْ إِحْدَى رَجْلَيْهِ عَلَى الْأُخْرَى

‘‘তোমাদের কেউ কখনো চিত হয়ে শয়ন করলে সে যেন তার একটি পা অন্য পায়ের উপর না উঠায়। কারণ, এতে করে তার সতরখানা খুলে যাওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে’’।[1]

>
[1] (তিরমিযী, হাদীস ২৭৬৬)