সূরাঃ আন-নিসা | An-Nisa | سورة النساء - আয়াতঃ ১৬৯
৪:১৬৯ اِلَّا طَرِیۡقَ جَهَنَّمَ خٰلِدِیۡنَ فِیۡهَاۤ اَبَدًا ؕ وَ کَانَ ذٰلِکَ عَلَی اللّٰهِ یَسِیۡرًا ﴿۱۶۹﴾
الا طریق جهنم خلدین فیها ابدا و کان ذلک علی الله یسیرا ۱۶۹

জাহান্নামের পথ ছাড়া। তারা তাতে স্থায়ী হবে এবং তা আল্লাহর জন্য সহজ। আল-বায়ান

জাহান্নামের পথ ছাড়া, যাতে তারা চিরকালের জন্য স্থায়ী হবে, আর এটা আল্লাহর জন্য সহজ। তাইসিরুল

জাহান্নামের পথ ব্যতীত, তন্মধ্যে তারা চিরকাল অবস্থান করবে এবং এটা আল্লাহর পক্ষে সহজসাধ্য। মুজিবুর রহমান

Except the path of Hell; they will abide therein forever. And that, for Allah, is [always] easy. Sahih International

১৬৯. জাহান্নামের পথ ছাড়া; সেখানে তারা চিরস্থায়ী হবে এবং এটা আল্লাহর পক্ষে সহজ।

-

তাফসীরে জাকারিয়া

(১৬৯) জাহান্নামের পথ ছাড়া। সেখানে তারা চিরস্থায়ী হবে। আর এ তো আল্লাহর পক্ষে সহজ।

-

তাফসীরে আহসানুল বায়ান