৭৯ সূরাঃ আন-নাযি'আত | An-Nazi'at | سورة النازعات - আয়াতঃ ৩৩
৭৯:৩৩ مَتَاعًا لَّكُمۡ وَ لِاَنۡعَامِكُمۡ ﴿ؕ۳۳﴾
متاعا لكم و لانعامكم ﴿۳۳﴾

তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর জীবনোপকরণস্বরূপ। আল-বায়ান

এ সমস্ত তোমাদের আর তোমাদের গৃহপালিত পশুগুলোর জীবিকার সামগ্রী। তাইসিরুল

এ সবই তোমাদের ও তোমাদের জন্তুগুলির ভোগের জন্য। মুজিবুর রহমান

As provision for you and your grazing livestock. Sahih International

৩৩. এসব তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর ভোগের জন্য।

-

তাফসীরে জাকারিয়া

৩৩। এসব তোমাদের ও তোমাদের পশুদের ভোগের সামগ্রী।

-

তাফসীরে আহসানুল বায়ান