৭৯ সূরাঃ আন-নাযি'আত | An-Nazi'at | سورة النازعات - আয়াতঃ ১৩
৭৯:১৩ فَاِنَّمَا هِیَ زَجۡرَۃٌ وَّاحِدَۃٌ ﴿ۙ۱۳﴾
فانما هی زجرۃ واحدۃ ﴿۱۳﴾

আর ওটা তো কেবল এক বিকট আওয়াজ। আল-বায়ান

ওটা তো কেবল একটা বিকট আওয়াজ, তাইসিরুল

এটাতো এক বিকট শব্দ মাত্র; মুজিবুর রহমান

Indeed, it will be but one shout, Sahih International

১৩. এ তো শুধু এক বিকট আওয়াজ(১),

(১) অর্থাৎ আল্লাহর জন্য এটা কোন কঠিন কাজ নয়। এ কাজটি করতে তাকে কোন বড় রকমের প্রস্তুতি নিতে হবে না। এর জন্য শুধুমাত্র একটি ধমক বা আওয়াজই যথেষ্ট। এরপরই তোমরা সমতল ময়দানে আবির্ভূত হবে। [ইবন কাসীর]

তাফসীরে জাকারিয়া

১৩। এটা তো এক মহাগর্জন মাত্র।

-

তাফসীরে আহসানুল বায়ান