৭৩:১ یٰۤاَیُّهَا الۡمُزَّمِّلُ ۙ﴿۱﴾
یایها المزمل ۙ۱

হে চাদর আবৃত! আল-বায়ান

ওহে চাদরে আবৃত (ব্যক্তি)! তাইসিরুল

হে বস্ত্রাবৃত! মুজিবুর রহমান

O you who wraps himself [in clothing], Sahih International

১. হে বস্ত্ৰাবৃত!

-

তাফসীরে জাকারিয়া

(১) হে বস্ত্রাবৃত! [1]

[1] যখন এই আয়াতগুলি অবতীর্ণ হয় তখন নবী (সাঃ) চাদর গায়ে দিয়ে শুয়ে ছিলেন। আল্লাহ তাঁর এই অবস্থার চিত্র তুলে ধরে সম্বোধন করলেন। অর্থাৎ, এখন চাদর ছেড়ে দাও এবং রাতে সামান্য কিয়াম কর (জাগরণ কর); অর্থাৎ, তাহাজ্জুদের নামায পড়। বলা হয় যে, এই নির্দেশের ভিত্তিতে তাহাজ্জুদের নামায তাঁর উপর ওয়াজেব ছিল। (ইবনে কাসীর)

তাফসীরে আহসানুল বায়ান