৬৮ : ২২  
  اَنِ  اغۡدُوۡا عَلٰی حَرۡثِكُمۡ  اِنۡ كُنۡتُمۡ صٰرِمِیۡنَ ﴿۲۲﴾   
        
         
        
        
        
        
    ان  اغدوا علی حرثكم  ان كنتم صرمین ﴿۲۲﴾   
‘তোমরা যদি ফল আহরণ করতে চাও তাহলে সকাল সকাল তোমাদের বাগানে যাও’। আল-বায়ান
‘তোমরা যদি ফল সংগ্রহ করতে চাও তবে সকাল সকাল ক্ষেতে চল। তাইসিরুল
তোমরা যদি ফল আহরণ করতে চাও তাহলে তরিৎ বাগানে চল। মুজিবুর রহমান
[Saying], "Go early to your crop if you would cut the fruit." Sahih International
২২. তোমরা যদি ফল আহরণ করতে চাও তবে সকাল সকাল তোমাদের বাগানে চল।
-
তাফসীরে জাকারিয়া(২২) ‘তোমরা যদি ফল তুলতে চাও, তাহলে সকাল সকাল বাগানে চল।’
-
তাফসীরে আহসানুল বায়ান