৬৫ সূরাঃ আত-ত্বলাক্ব | At-Talaq | سورة الطلاق - আয়াতঃ ৯
৬৫:৯ فَذَاقَتۡ وَبَالَ اَمۡرِهَا وَ كَانَ عَاقِبَۃُ اَمۡرِهَا خُسۡرًا ﴿۹﴾
فذاقت وبال امرها و كان عاقبۃ امرها خسرا ﴿۹﴾

অতএব তারা নিজদের কৃতকর্মের আযাব আস্বাদন করেছে আর ক্ষতিই ছিল তাদের কাজের পরিণতি। আল-বায়ান

তারা তাদের কৃতকর্মের খারাপ প্রতিফল আস্বাদন করল, ধ্বংসই হল তাদের কাজের পরিণতি। তাইসিরুল

অতঃপর তারা তাদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করল; ক্ষতিই ছিল তাদের কর্মের পরিণাম। মুজিবুর রহমান

And it tasted the bad consequence of its affair, and the outcome of its affair was loss. Sahih International

৯. ফলে তারা তাদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করল; আর ক্ষতিই ছিল তাদের কাজের পরিণাম।

-

তাফসীরে জাকারিয়া

(৯) অতঃপর তারা তাদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করল, আর ক্ষতিই ছিল তাদের কর্মের পরিণাম।

-

তাফসীরে আহসানুল বায়ান