৫৬ সূরাঃ আল-ওয়াকিয়া | Al-Waqi'a | سورة الواقعة - আয়াতঃ ১
৫৬:১ اِذَا وَقَعَتِ الۡوَاقِعَۃُ ۙ﴿۱﴾
اذا وقعت الواقعۃ ۙ۱

যখন কিয়ামত সংঘটিত হবে। আল-বায়ান

যখন সেই অবশ্যম্ভাবী ঘটনাটি ঘটবে, তাইসিরুল

যখন কিয়ামাত সংঘটিত হবে – মুজিবুর রহমান

When the Occurrence occurs, Sahih International

১. যখন সংঘটিত হবে কিয়ামত(১),

(১) الْوَاقِعَة শব্দটির অভিধানিক অর্থ হচ্ছে, “যা ঘটা অবশ্যম্ভাবী”। এখানে الْوَاقِعَة বলে কিয়ামত বোঝানো হয়েছে। ওয়াকি'আহ কেয়ামতের অন্যতম নাম। কেননা, এর বাস্তবতায় কোনরূপ সন্দেহ ও সংশয়ের অবকাশ নেই। [ফাতহুল কাদীর]

তাফসীরে জাকারিয়া

(১) যখন সংঘটিতব্য (কিয়ামত) সংঘটিত হবে। [1]

[1] وَاقِعَة কিয়ামতের নামসমূহের অন্যতম নাম। কেননা, তা অবশ্যই সংঘটিত হবে। তাই তার এই নাম।

তাফসীরে আহসানুল বায়ান