৫২ সূরাঃ আত-তূর | At-Tur | سورة الطور - আয়াতঃ ১০
৫২:১০ وَّ تَسِیۡرُ الۡجِبَالُ سَیۡرًا ﴿ؕ۱۰﴾
و تسیر الجبال سیرا ۱۰

আর পর্বতমালা দ্রুত পরিভ্রমণ করবে, আল-বায়ান

আর পর্বত হবে দ্রুত চলমান, তাইসিরুল

এবং পর্বত চলবে দ্রুত। মুজিবুর রহমান

And the mountains will pass on, departing - Sahih International

১০. আর পর্বত পরিভ্রমণ করবে দ্রুত(১);

(১) অর্থাৎ আসমান এমনভাবে শূন্যে উড়তে থাকবে যেন মেঘমালা ভেসে বেড়াচ্ছে। এভাবে পাহাড় নিজ অস্তিত্ব বিপন্ন হয়ে বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত হয়ে যাবে। [ফাতহুল কাদীর]

তাফসীরে জাকারিয়া

(১০) এবং পর্বতসমূহ দ্রুত চলতে থাকবে।

-

তাফসীরে আহসানুল বায়ান