৫০ সূরাঃ কাফ | Qaf | سورة ق - আয়াতঃ ১৩
৫০:১৩ وَ عَادٌ وَّ فِرۡعَوۡنُ وَ اِخۡوَانُ لُوۡطٍ ﴿ۙ۱۳﴾
و عاد و فرعون و اخوان لوط ۙ۱۳

‘আদ, ফির‘আউন ও লূত সম্প্রদায়। আল-বায়ান

‘আদ, ফেরাউন ও লূত জাতি, তাইসিরুল

আদ, ফির‘আউন ও লূত সম্প্রদায়। মুজিবুর রহমান

And 'Aad and Pharaoh and the brothers of Lot Sahih International

১৩. আর আদ, ফিরআউন ও লুত সম্প্রদায়।

-

তাফসীরে জাকারিয়া

(১৩) আ’দ, ফিরআউন ও লূত সম্প্রদায়,

-

তাফসীরে আহসানুল বায়ান