২৬ সূরাঃ আশ-শুআ'রা | Ash-Shu'ara | سورة الشعراء - আয়াতঃ ১৩৫
২৬:১৩৫ اِنِّیۡۤ اَخَافُ عَلَیۡكُمۡ عَذَابَ یَوۡمٍ عَظِیۡمٍ ﴿۱۳۵﴾ؕ
انی اخاف علیكم عذاب یوم عظیم ﴿۱۳۵﴾

‘নিশ্চয় আমি তোমাদের উপর এক মহাদিবসের আযাবের ভয় করছি’। আল-বায়ান

আমি তোমাদের জন্য মহা দিবসের শাস্তির ভয় করছি।’ তাইসিরুল

আমি তোমাদের জন্য আশংকা করি মহা দিনের শাস্তির। মুজিবুর রহমান

Indeed, I fear for you the punishment of a terrible day." Sahih International

১৩৫. আমি তো তোমাদের জন্য আশংকা করি মহাদিনের শাস্তির।

-

তাফসীরে জাকারিয়া

(১৩৫) নিশ্চয়ই আমি তোমাদের উপর মহাদিবসের শাস্তির আশংকা করি।’ [1]

[1] অর্থাৎ, যদি তোমরা কুফরীর উপর অটল থাক এবং মহান আল্লাহ যে নিয়ামত দান করেছেন, সে সবের কৃতজ্ঞতা স্বীকার না কর, তাহলে তোমরা আল্লাহর আযাবের উপযুক্ত হবে। আর এ আযাব দুনিয়াতেও আসতে পারে। আর আখেরাত তো শান্তি ও শাস্তির জন্যই নির্ধারিত। সেখানে আযাব হতে বাঁচার কোন উপায় থাকবে না।

তাফসীরে আহসানুল বায়ান