১৫ : ৬৯  
  وَ اتَّقُوا  اللّٰهَ  وَ لَا  تُخۡزُوۡنِ ﴿۶۹﴾   
        
         
        
        
        
        
    و اتقوا  الله  و لا  تخزون ﴿۶۹﴾   
‘তোমরা আল্লাহকে ভয় কর এবং আমাকে লাঞ্ছিত করো না’। আল-বায়ান
তোমরা আল্লাহকে ভয় কর, আমাকে লজ্জিত করো না।’ তাইসিরুল
তোমরা আল্লাহকে ভয় কর ও আমাকে লজ্জিত করনা। মুজিবুর রহমান
And fear Allah and do not disgrace me." Sahih International
৬৯. আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং আমাকে হেয় করো না।
-
তাফসীরে জাকারিয়া(৬৯) তোমরা আল্লাহকে ভয় কর এবং আমাকে লাঞ্ছিত করো না।’
-
তাফসীরে আহসানুল বায়ান