সূরাঃ আল-আ'রাফ | Al-A'raf | سورة الأعراف - আয়াতঃ ১২২
৭:১২২ رَبِّ مُوۡسٰی وَ هٰرُوۡنَ ﴿۱۲۲﴾
رب موسی و هرون ۱۲۲

মূসা ও হারূনের রবের প্রতি।’ আল-বায়ান

মূসা আর হারূনের প্রতিপালকের প্রতি।’ তাইসিরুল

মূসা ও হারূনের রবের প্রতি। মুজিবুর রহমান

The Lord of Moses and Aaron." Sahih International

১২২. মূসা ও হারূনের রব।

-

তাফসীরে জাকারিয়া

(১২২) যিনি মূসা ও হারূনেরও প্রতিপালক।’ [1]

[1] যাদুকরেরা সিজদারত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামীনের উপর ঈমান আনার কথা ঘোষণা করল। যাতে ফিরআউনের দলের লোকেদের ধোঁকায় পড়ার স‎ম্ভাবনা ছিল যে, তারা ফিরআউনকেই সিজদা করছে। কেননা, তারা তাকে উপাস্য ও প্রতিপালক বলে মান্য করত। সেই জন্য তারা মূসা ও হারূনের প্রতিপালক বলে এ কথা পরিষ্কার করে দিল যে, আমরা এই সিজদা সারা জাহানের প্রতিপালককে করছি, যিনি মূসা ও হারূনের প্রতিপালক; মানুষের বানানো কোন প্রতিপালককে নয়।

তাফসীরে আহসানুল বায়ান