৮৯. আল-ফাজর
৮৯:২০ وَّ تُحِبُّوۡنَ الۡمَالَ حُبًّا جَمًّا ﴿ؕ۲۰﴾

আর তোমরা ধন-সম্পদকে অতিশয় ভালবাস। আল-বায়ান

আর তোমরা ধনসম্পদকে অতিরিক্ত ভালবাস। তাইসিরুল

এবং তোমরা ধন-সম্পদকে অত্যধিক ভালবেসে থাক, মুজিবুর রহমান

And you love wealth with immense love. Sahih International

২০. আর তোমরা ধন-সম্পদ খুবই ভালবাস(১);

(১) এখানে চতুর্থ মন্দ অভ্যাস বর্ণনা করা হয়েছে যে, তোমরা ধন-সম্পদকে অত্যাধিক ভালবাস। [ইবন কাসীর]

তাফসীরে জাকারিয়া

২০। এবং তোমরা ধন-সম্পদকে অত্যধিক ভালোবেসে থাক। [1]

[1] جَمّا অর্থ হল كَثِيرًا অর্থাৎ, অত্যধিক।

তাফসীরে আহসানুল বায়ান
দেখানো হচ্ছেঃ থেকে ১ পর্যন্ত, সর্বমোট ১ টি রেকর্ডের মধ্য থেকে