৯৩ সূরাঃ আদ-দুহা | Ad-Dhuha | سورة الضحى - আয়াত নং - ১ - মাক্কী

৯৩ : ১ وَ الضُّحٰی ۙ﴿۱﴾

কসম পূর্বা‎‎হ্নের, আল-বায়ান

সকালের উজ্জ্বল আলোর শপথ, তাইসিরুল

শপথ পূর্বাহ্নের। মুজিবুর রহমান

By the morning brightness Sahih International

১. শপথ পূর্বাহ্ণের,

-

তাফসীরে জাকারিয়া

১। শপথ পূর্বাহ্নের (দিনের প্রথম ভাগের)। [1]

[1] ضُحى পূর্বাহ্ন বা চাশতের অক্ত্ ঐ সময়কে বলা হয়, যখন (সকালে) সূর্য একটু উঁচুতে ওঠে। কিন্তু এখানে উদ্দেশ্য পূর্ণ দিন।

তাফসীরে আহসানুল বায়ান