কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৭৯ সূরাঃ আন-নাযি'আত | An-Nazi'at | ٱلنَّازِعَات - আয়াত নং -৩৫ - মাক্কী
৭৯ : ৩৫ یَوۡمَ یَتَذَكَّرُ الۡاِنۡسَانُ مَا سَعٰی ﴿ۙ۳۵﴾
সেদিন মানুষ স্মরণ করবে তা, যা সে চেষ্টা করেছে। আল-বায়ান
সেদিন মানুষ স্মরণ করবে যা কিছু করার জন্য সে জোর প্রচেষ্টা চালিয়েছে। তাইসিরুল
সেদিন মানুষ যা করেছে তা স্মরণ করবে, মুজিবুর রহমান
The Day when man will remember that for which he strove, Sahih International
৩৫. মানুষ যা করেছে তা সে সেদিন স্মরণ করবে,
-
তাফসীরে জাকারিয়া৩৫। সেদিন মানুষ স্মরণ করবে, যা সে করে এসেছে।
-
তাফসীরে আহসানুল বায়ান